Corpus Christi High School

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় স্কুলটি টাংগাইল জেলার মধুপুর থানার জলছত্র এলাকায় অবস্থিত অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি একটি সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্ত পরিবেশে প্রতিষ্ঠিত। এখানাকার প্রকৃতি ও পরিবেশ আমাদের একান্ত আপন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে।

আধুনিক বিশ্বে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার পূর্বশর্ত হলো যুগোপযোগী তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা। সে লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার‘ডিজিটাল বাংলাদেশ’রূপায়ণের পথে সাফল্যের সাথে এগিয়ে চলছে। সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করে কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় নিজস্ব ওয়েবসাইট খোলার মাধ্যমে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার পথে আরো একধাপ এগিয়ে গেলো।

সিস্টার সুষমা কস্তা, প্রধান শিক্ষক