Corpus Christi High School

প্রতিষ্ঠানের পরিচিতি
কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়, জলছত্র, মধুপুর, টাঙ্গাইল।

অবস্থান :

কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় স্কুলটি টাংগাইল জেলার মধুপুর থানার জলছত্র এলাকায় অবস্থিত অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক কাঠামো :

কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়  একটি এম,পি,ও ভুক্ত সরকারী মঞ্জুরী প্রাপ্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রিত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের তত্ত্বাবধানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অনুমোদিত ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত ।

শিক্ষা কার্যক্রম :

প্রভাতী ও দিবা শাখায় পৃথকভাবে বালক বালিকাদের পাঠদান করা হয়। শনিবার থেকে বৃহস্পতিবার ক্লাস। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ।

শিক্ষাবর্ষ  :

১লা জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর ।

শ্রেণিকক্ষ :

অধিকাংশ শ্রেণি কক্ষে মাল্টি মিডিয়া ক্লাসের সুবিধা রয়েছে।

ব্যবহারিক ক্লাস :

ব্যবহারিক বিষয়ে নিয়মিত ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা।

অতিরিক্ত ক্লাস :

দূর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা ।

ক্রীড়া ও সাংস্কৃতি কার্যক্রম :

(১) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

(২) বিতর্ক প্রতিযোগিতা

(৩) বনভোজন

(৪) শিক্ষা সফর

(৫) দেওয়াল পত্রিকা

(৬) মিলাদ মাহফিল

(৭) বর্ষবরণ

(৮) সকল জাতীয় দিবসমূহ উদযাপন ।

ভর্তি প্রক্রিয়া : 

নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রতি বছর ১৫ নভেম্বর থেকে ভর্তি ফরম ও প্রসপেক্টাস ১০০/- টাকার বিনিময়ে বিতরণ করা হয়। নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থী ভর্তি করা হয় । ১লা জানুয়ারী থেকে নতুন বছরের ক্লাস শুরু হয় ।

শ্রেণিকক্ষ :

অধিকাংশ শ্রেণি কক্ষে মাল্টি মিডিয়া ক্লাসের সুবিধা রয়েছে।

শ্রেণিকক্ষ :

অধিকাংশ শ্রেণি কক্ষে মাল্টি মিডিয়া ক্লাসের সুবিধা রয়েছে।