Corpus Christi High School

প্রধান-শিক্ষক
সিস্টার সুষমা কস্তা, প্রধান শিক্ষক

কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় স্কুলটি টাংগাইল জেলার মধুপুর থানার জলছত্র এলাকায় অবস্থিত অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি একটি সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্ত পরিবেশে প্রতিষ্ঠিত। এখানাকার প্রকৃতি ও পরিবেশ আমাদের একান্ত আপন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে।

কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় এর একটি ডাইনামিক ওয়েব সাইট চালু করা হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবধর্মী। এ ওয়েবসাইট চালু করার ফলে তথ্য-প্রযুক্তির যুগের সাথে তাল মিলানো ও ডিজিটাল বাংলাদেশ গড়া সহজতর হবে এবং যে কেউ প্রতিষ্ঠানের তথ্যসমূহ সহজে অবগত হতে পারবে। তাই এ ওয়েব সাইট চালু করতে পেরে আমি খুবই আনন্দিত এবং যারা এ ওয়েব সাইট চালু করতে সার্বিক সহযোগিতা করেছেন তাদের জানাই কৃতজ্ঞতা।

আধুনিক বিশ্বে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার পূর্বশর্ত হলো যুগোপযোগী তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা। সে লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার‘ডিজিটাল বাংলাদেশ’রূপায়ণের পথে সাফল্যের সাথে এগিয়ে চলছে। সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করে কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় নিজস্ব ওয়েবসাইট খোলার মাধ্যমে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার পথে আরো একধাপ এগিয়ে গেলো।

ডিজিটাল যুগে তথ্য আদান প্রদানের প্রধান মাধ্যম হলো ইন্টারনেট। এ মাধ্যমে নিজ অবস্থান তুলে ধরার জন্য কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় তার ওয়েবসাইট খুলতে পারায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এখন থেকে বিদ্যালয়ের সকল তথ্য ও দৈনন্দিন কার্যক্রমসহ যাবতীয় খবরাখবর এই ওয়েবসাইট থেকে শিক্ষার্থী ও অভিভাবকগণ আরো সহজে ও দ্রুত লাভ করতে পারবে। বিদ্যালয়ের সাথে অনলাইনে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীরা অধিক উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।

ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি এবং পরীক্ষায় ভাল ফলাফলের জন্য প্রতিষ্ঠানটি বহুবার জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে।
ভাল ফলাফলের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনায় আমি বদ্ধপরিকর।

 

প্রধান শিক্ষক

সিস্টার সুষমা কস্তা